কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজারের টেকনাফে অপহরণ ও মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কেফায়েত উল্লাহকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে খুন, অপহরণ, মানব পাচারসহ ১১ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আক করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি একাধিক অপহরণসহ নানা ঘটনার পর পুলিশের পক্ষ থেকে জোরালো অভিযান শুরু হয়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কেফায়েত উল্লাহকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৩টি দেশীয় তৈরি এলজি ও ১১টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক আসামির বিরুদ্ধে খুন, অপহরণ, মানবপাচার আইনে মোট ১১টি মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণ ও মানবপাচার চক্রের মূলহোতা কেফায়েত উল্লাহকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাকে আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যহত থাকবে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.