টেকনাফের মহেশখালিয়াপাড়ায় ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন মহেশখালিয়াপাড়া ঘাট এলাকা থেকে ২ কেজি ১২৮ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিয়ানমার থেকে চোরাইভাবে সাগর পথে আনা হয় এই মাদকের চালানটি।
রোববার (৭ এপ্রিল) ভোরে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, টেকনাফের ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, মাদকের একটি চালান মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে আসতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বঙ্গোপসাগর তীরে মহেশখালীয়া পাড়া ঘাটে একজন সন্দেহভাজন ব্যক্তিকে নৌকা থেমে নেমে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভের দিকে আসতে দেখে। এ সময় টহলদল চোরাকারবারিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই বর্ণিত চোরাকারবারি তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে নৌকায় উঠে গভীর সাগরের দিকে পালিয়ে যায়।
টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশি অভিযান পরিচালনা করে চোরাকারবারির ফেলে যাওয়া পোটলা থেকে ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.