বিটিসি বিনোদন ডেস্ক: মার্কিন গায়িকা ও অভিনেত্রী টেইলর সুইফট। যদিও অভিনেত্রী হিসেবেও পরিচিতি রয়েছে তার। তবে সঙ্গীত তারকা হিসেবেই বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন এই তরুণ গায়িকা। বেশ এক দশকেরও বেশি সময় ধরে আকর্ষণীয় ও শ্রুতিমধুর কণ্ঠস্বরে মোহবিষ্ট করে রেখেছেন বিশ্বের সঙ্গীতপিপাসু তরুণ-তরুণীকে। এই তারকার অ্যালবাম কিংবা গান মানেই যেন রেকর্ড বইয়ে ওলট-পালট।
বিষয়টা বিস্ময়করই বলা চলে। মাত্র ৩৩ বছর বিশ্বের সব বাঘা বাঘা পুরস্কার বগলদাবা করে নিয়েছেন টেইলর সুইফট। এ কারণে তাকে বলা হয় পাশ্চাত্য সঙ্গীতের নতুন রানী। অ্যাওয়ার্ডের রানীও বলা হয় তাকে। সঙ্গীত আঙিনায় খুব বেশি দিন হয়নি তার পদাচারণ। কিন্তু স্বল্প ক্যারিয়ারে এরই মধ্যে তিনি যোগ করেছেন আকাশ ছোঁয়া খ্যাতি। সেই সঙ্গে অর্জন করেছেন কোটি কোটি ভক্তের ভালোবাসা।
৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার টেইলর যতটা কমনীয়, ঠিক ততটাই দুরন্ত। সেই দুরন্তপনার ঝলক আবার ছড়িয়ে দিচ্ছেন বিশ্বজুড়ে। ২০১৮ সালে ‘রেপুটেশন স্টেডিয়াম ট্যুর’ করেছিলেন আলোচনার ঝড় তুলতে ভক্ত-অনুরাগীদের মাঝে। পাঁচ বছর পর ফের বিশ্ব সফরে নেমে সুরের ইন্দ্রজাল ছড়িয়ে দিচ্ছেন ঝড়ো গতিতে। তার এবারের সফরের নাম দেওয়া হয়েছে ‘দ্য ইরাস ট্যুর’। শুরু থেকেই তার এই ট্যুর নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল আকাশ ছোঁয়া। এই পাঁচ বছরে বেশ কয়েকটি অ্যালবাম মুক্তি পেয়েছে, কিন্তু কনসার্টে তাকে পাওয়া যায়নি। চলতি বছরের গত ১৭ মার্চ অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে শুরু হয় এই কনসার্ট সফর, শেষ হবে আগামী বছর নভেম্বরে, কানাডায়। এর মধ্যেই নানা কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সুইফট। ঘটেছে বেশ কয়েকটি অনাকাক্সিক্ষত ঘটনাও।
হাজার হাজার ডলারের টিকিট বিক্রি, কনসার্টের কারণে ভূমিকম্প, কর্মীদের বোনাসÑ নানা কারণেই চলতি গ্রীষ্মে টেইলর সুইফটের কনসার্ট খবরের শিরোনাম হয়েছে। গায়িকার এই সঙ্গীত সফর নিয়ে ভক্তদের উন্মাদনাকে আশির দশকে মাইকেল জ্যাকসন, ম্যাডোনার ট্যুরের সঙ্গে তুলনা করেছে নিউইয়র্ক টাইমস।
ব্যবসাবিষয়ক মার্কিন সাময়িকী ইনক জানিয়েছে, প্রতি শো থেকে সুইফটের গড়ে এক কোটি ডলারের ব্যবসা হয়েছে, যা থেকে গণমাধ্যমটি পূর্বাভাস দিয়েছে, পুরো সফর থেকে আনুমানিক এক বিলিয়ন ডলারের ব্যবসা হতে পারে।
সুইফটের সবচেয়ে আলোচিত কনসার্টগুলোর মধ্যে ২২ ও ২৩ জুলাই সিয়াটলে অনুষ্ঠিত কনসার্টটি ব্যাপকভাবে আলোচিত হয়। দুই দিনের কনসার্টে ১ লাখ ৪৪ হাজার ভক্তের সমাগম হয়েছিল।
কনসার্টে ভক্তদের চাপ এত ছিল যে সেটা ভূকম্পন তৈরি করে! ৩ আগস্ট থেকে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে গাইছেন সুইফট। এটি চলে গতকাল ৯ আগস্ট পর্যন্ত। এই কনসার্ট নিয়েও ব্যাপক উন্মাদনা দেখা গেছে। নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে মন্তব্য করেছে, ইরাস ট্যুর দিয়ে সুইফট এক রকম বিশ্ব শাসন করছেন।
এই কনসার্ট নিয়ে ভক্তদের উন্মাদনা এতটাই যে একটি টিকিটের দাম তিন হাজার ডলার পর্যন্ত উঠেছেÑ যা দেখে নিউইয়র্ক টাইমস-এর মনে পড়েছে মাইকেল জ্যাকসন বা ম্যাডোনার সেরা সময়কে! আশির দশকে তারা যেভাবে বিনোদন দুনিয়া শাসন করতেন, সুইফটও নাকি সে পথেই আছেন। সুইফটের কনসার্ট দেখতে যাওয়া বিলি জোয়েল নামে এক শ্রোতা মন্তব্য করেছেন, ‘যা হচ্ছে, তার সঙ্গে আমি কেবল বিটলম্যানিয়াকেই (ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলসকে নিয়ে সৃষ্ট উন্মাদনা) মেলাতে পারি।’ স্ত্রী, সন্তান নিয়ে সুইফটের কনসার্টে গিয়েছিলেন বিলি জোয়েল।
সুইফট তার কনসার্টের আয়ের হিসাবও গণমাধ্যমে প্রকাশ করেন না। তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে নিউইয়র্ক টাইমস-এর দাবি, প্রতি রাতে ১ কোটি ৪০ লাখ ডলারের টিকিট বিক্রি হয়। তার কনসার্ট যখন চলছে, তখন অন্য একটা রেকর্ডও নিজের করে নিয়েছেন সুইফট। গায়িকাদের মধ্যে তার সবচেয়ে বেশি অ্যালবাম বিলবোর্ড হট ২০০ চার্টের শীর্ষে ছিল।
ভক্তদের জন্য বরাবরই দিলদরিয়া সুইফট। অসুখ-বিসুখ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, হাত বাড়িয়ে দেন এই গায়িকা। সুইফটের কনসার্ট নিয়ে এই মাতামাতির পেছনে সুইফট-আর্মিদের বড় ভূমিকা দেখছেন বিশ্লেষকরা। ইরাস টুরের সঙ্গে থাকা ট্রাকচালকদের প্রত্যেককে এক লাখ ডলার অনুদান দিয়ে কয়েকদিন আগে আবারও খবরের শিরোনাম হয়েছেন সুইফট। সিএনএন জানিয়েছে, প্রতি ট্যুরেই কর্মীদের বোনাস দেন গায়িকা। কিন্তু সেটা হয় পাঁচ থেকে ১০ হাজার ডলারের মধ্যে। তবে এবার তিনি যে অঙ্কের অনুদান দিয়েছেন, তা অবিশ্বাস্য। টেইলর সুইফটের এই সফর শেষ হতে আরও এক বছরের বেশি সময় বাকি। নিশ্চিতভাবেই আরও অনেক নতুন চমক আর রেকর্ডের জন্ম দেবেন তিনি।
হাত বাড়ালেই সাফল্য ধরা দিচ্ছে টেইলরের। ক্রমশ যেন ভারী হয়ে যাচ্ছে কোটি কোটি সঙ্গীতপ্রেমীর হৃদয়ের রানী টেইলরের অর্জনের ঝুঁলি। এরই মধ্যে ১০টি গ্র্যামি অ্যাওয়ার্ড, ২৩টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়াডর্, ১১টি কান্ট্রি মিউজিক অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড, ৮টি একাডেমি অব কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড, ১৯টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, ১টি ব্রিট অ্যাওয়ার্ড এবং ১টি এমি অ্যাওয়ার্ডসহ পেয়েছেন অসংখ্য পুরস্কারের মনোনয়ন। ইতিহাসে সবচেয়ে কম বয়সি গ্র্যামি বিজেতা শিল্পীও টেইলর সুইফট।
এরই মধ্যে নতুন আরও একটি অ্যালবাম প্রকাশ পেয়েছে এই তরুণ গায়িকার। ‘স্পিক নাউ’ শিরোনামের এই অ্যালবামটিও ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ২০২১ সালে প্রকাশিত টেইলরের ফিয়ারলেস (টেইলর ভার্সন) এবং রেড (টেইলর ভার্সন)-এর পরে এবার ‘স্পিক নাউ’ মুক্তি দিলেন তিনি। ২০১৯ সালে টেইলর সুইফট বলেছিলেন, তিনি তার সঙ্গীত জীবনের শুরুর দিকের ছয়টি অ্যালবামের মাস্টার রেকর্ডিং কিনতে অক্ষম হওয়ায় তার প্রথম ছয়টি স্টুডিও অ্যালবাম পুনরায় রেকর্ড করার পরিকল্পনা করছেন। সেগুলো পুনরায় রেকর্ড করার মাধ্যমে তিনি অ্যালবামগুলোর ‘মাস্টার’ মালিক হতে পারবেন। সেটারই ধারাবাহিকতা ‘স্পিক নাউ’। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.