টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার কাছে অস্ট্রেলিয়ার পরাজয়

বিটিসি নিউজ ডেস্কখারাপ সময়টা কিছুতেই পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। আজ শনিবার আবার হারতে হলো টি-টোয়েন্টিতেও।অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা কাছে ২১ রানে হার শিকার করতে হয় স্বাগতিকদের। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরলেও বদলায়নি ভাগ্য।দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ খুইয়েছে আগেই।

বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরি হলে ওভার কমিয়ে ১০ ওভারে খেলা হয়। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ১০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ১০৮ রান তোলে। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি করেন ১৫ বলে ২৭ রান। এছাড়া ১৬ বলে ২৭ রান করেন কুইন্টন ডি কক। অজিদের হয়ে আন্ড্রু টাই ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।১০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া।

গ্লেন ম্যাক্সওয়েলের ২৩ বলে ৩৮ ছাড়া বলার মতো রান কেউ করতে পারেননি। ১০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ৮৭ রান তুলে জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যরা। প্রোটিয়া স্পিনার তাবরাইজ সামসি নেন ১২ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।২১ রানের জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করে সফরকারি দক্ষিণ আফ্রিকা।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.