টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চায় জিম্বাবুয়ে

বিটিসি স্পোর্টস ডেস্ক: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে নিজেদের অবস্থান জানাতে আগামী মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত সময় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে জিম্বাবুয়ে, প্রস্তুত সংযুক্ত আরব আমিরাতও।
জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকইনফোকে মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছে। ২০১৮ ও ২০২৩ সালে সর্বশেষ দুই ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের সফল আয়োজন করেছে জিম্বাবুয়ে। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক ছিল তারা। তারপর লম্বা সময় ধরে দেশটিতে কোনো বড় টুর্নামেন্ট হয়নি।
রবার্ট মুগাবের শাসনামলে মূল্যস্ফীতি, দমন-নিপীড়নে অস্থিতিশীল হয়ে ওঠে জিম্বাবুয়ে। ২০০৫ থেকে ২০১১ সাল স্বেচ্ছায় তারা টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিল। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপ এবং শেষ তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দুটিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তারা।
জিম্বাবুয়ের নারী ক্রিকেট দল কখনো বিশ্বকাপে অংশ নেয়নি এবং এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও নেই তারা। জিম্বাবুয়ে টুর্নামেন্টের নিরপেক্ষ আয়োজক হতে আগ্রহী। সংযুক্ত আরব আমিরাতেরও দল নেই, তারাও জিম্বাবুয়ের মতো নিরপেক্ষ আয়োজক হতে প্রস্তুত। 
আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে শুরু হওয়ার কথা মেয়েদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর সবকিছুই এলোমেলো হয় যায়। বোর্ড ভেঙে দেওয়ার দাবিতে নিয়মিত মানববন্ধন করছেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সমর্থকেরা। বিসিবির পরিচালকদের বড় একটি অংশ নেই দেশে।
এই অস্থিতিশীল পরিস্থিতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, এ ব্যাপারে যথেষ্ট শঙ্কা রয়েছে। আইসিসিও বেশ নজরে রেখেছে বিষয়টি। ২০ আগস্টের মধ্যে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.