টি টেন টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত

বিটিসি স্পোর্টস ডেস্ক: আবুধাবি টি-টেনের আসর মাঠে গড়াতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। গত বৃহস্পতিবার (০৬ মে) এ তথ্য নিশ্চিত করেছেন টুর্নামেন্ট আয়োজকরা।
২০১৭ সালে মাত্র চারটি দল নিয়ে আয়োজন করা হয়েছিল দশ ওভারের এই টুর্নামেন্টটি। এরপর থেকেই বেশ আলোচিত হয়ে গেছে এই টুর্নামেন্ট। ফলে এবারও এই টুর্নামেন্টে নিয়ে বেশ উচ্ছ্বসিত  টি-টেন স্পোর্টস ম্যানেজমেন্টের চেয়ারম্যান নওয়াব সাজি-উল-মালিক।

তিনি বলেন, ‘২০১৭ সালে মাত্র ৪টি দল নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। তবে এটাই এখন বিশ্ব ক্রিকেট সূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের সেরা ক্রিকেটাররা এই জনপ্রিয় ফরম্যাটে খেলেন। এটা অনেক গর্বের বিষয়।’

আগামী ২ ডিসেম্বর আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উদযাপন হবে। এই দিবসটিকে আকর্ষণীয় করতেই ১৫ দিনব্যাপী এই টুর্নামেন্টটি আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে টুর্নামেন্ট চেয়ারম্যান আরও জানান, ‘আরব আমিরাতের ৫০তম বার্ষিকী উদযাপনে আবুধাবি ক্রিকেট বাড়তি মাত্রা যোগ করবে। আয়োজনের পরিসর বাড়বে। এছাড়া সমর্থকদের ভিন্ন অভিজ্ঞতার সুযোগ করে দেব আমরা।’

মহামারি উপেক্ষা করে মাঠে গড়াতে যাওয়া এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ ডিসেম্বর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.