টিফিনের বাঁচানো টাকায় কর্মহীনদের বাড়িবাড়ি ত্রান দিলেন শিক্ষার্থীরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা টিফিনের বাঁচানো টাকা থেকে ১৫০ জন কর্মহীন গরীব ও দুঃস্থ মানুষের বাড়িতে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে।

তারা উপজেলার সান্তাহার, হাটখোলা, ইয়ার্ড কলোনী, বশিপুর, চা-বাগানসহ বেশ কয়েকটি পাড়া-মহল্লার অসহায় মানুষদের খুঁজে বের করে চাল, ডাল তেল, আদা, আলু পেঁয়াজ, সাবানসহ নানা সামগ্রী ত্রান হিসাবে বিতরণ করেন।

এসময় ২০২০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী রাদিত রহমান ইরাম, নিলাভ, তাসিন, মিহাদ, রিদুয়ান, শিবলি, রাহিম, অনিক, স্বপ্নিল, নাহিনসহ বেশ কয়েক জন বন্ধু মিলে বাবা মায়ের নিকট থেকে টিফিনের টাকা বাঁচিয়ে সঞ্চয় করে ‘উই আর-২০’ নামের ব্যানারে এই কর্মহীন মানুষদের পাশে খাদ্য সামগ্রী নিয়ে দাঁড়ান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.