টানা ৬ জয়ে পরের রাউন্ডে লিভারপুল, বায়ার্নের গোল উৎসব

বিটিসি স্পোর্টস ডেস্ক: জার্গেন ক্লপ দায়িত্ব ছাড়লেও পথ হারায়নি লিভারপুল। আর্নে স্লটের অধীনে রীতিমতো উড়ছে অলরেডরা। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি। এবার চ্যাম্পিয়নস লিগেও সবার আগে নকআউট পর্ব নিশ্চিত করল তারা। অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে অন্য ম্যাচে শাখতার দোনেৎস্ক’র জালে গোল উৎসব করেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
গতকাল মঙ্গলবার রাতে জিরোনাকে ১-০ গোলে হারিয়ে লিভারপুল শেষ ষোলো নিশ্চিত করে। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ষষ্ঠ জয় পেল আর্নে স্লটের দল। আর প্রথম দল হিসেবে নিশ্চিত করে অন্তত শেষ ষোলোর টিকিট। 
স্প্যানিশ ক্লাব জিরোনার ম্যাচে ম্যাচের একমাত্র গোলটি দেন মোহামেদ সালাহ। ম্যাচের ৬৪তম মিনিটে লুইস দিয়াস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল আদায় করতে কোনো ভুল করেননি মিশরীয় এই ফরোয়ার্ড। এতে চ্যাম্পিয়নস লিগে গোলের ‘হাফ সেঞ্চুরি’ও পূর্ণ হলো সালাহর।
চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রইল লিভারপুল। সমান ছয় ম্যাচে মাত্র একটিতে জয়ী জিরোনা ৩ পয়েন্ট নিয়ে আছে ৩০ নম্বরে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে ৫-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ইউক্রেনের ক্লাব শাখতারের বিপক্ষে শুরুতে গোল হজম করে বসে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। কেভিনের গোলে পিছিয়ে পড়ার পর বায়ার্নের হয়ে সমতা আনেন কনরাড লাইমার। এরপর সফরকারীদের এগিয়ে নেন টমাস মুলার। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ওলিসে। মাঝে একটি গোল দেন জামাল মুসিয়ালা। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় পেল ভিনসেন্ট কোম্পানির দল।
চ্যাম্পিয়নস লিগের চলমান আসরে এটি বায়ার্নের চতুর্থ জয়। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.