বিটিসি স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্পেন। নাটকীয় এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্ব শেষ করল স্প্যানিশরা। যেখানে প্রথম ম্যাচ ড্র করার পর টানা ৫ ম্যাচই জিতে নিল তারা।
সোমবার রাতে ঘরের মাঠে ৩২তম মিনিটে ইয়েরিমো পিনোর গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে জোয়েল মন্তেইরো সমতা টানার পর স্বাগতিকদের ৫ মিনিট পরেই ফের লিড এনে দেন বদলি নামা ব্রায়ান হিল। যিনি এই ম্যাচ দিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন তিন বছর পর।
তবে শেষ দিকে আন্দি জেকিরি পেনাল্টি থেকে আরেক দফা সমতা ফেরানোর পর যোগ করা সময়ে পেনাল্টি গোলেই ব্যবধান গড়ে দেন স্পেনের আরেক বদলি খেলোয়াড় ব্রায়ান সারাগোসা।
এই জয়ে গ্রুপ সেরা হয়ে স্পেনের কোয়ার্টার-ফাইনালে ওঠা নিশ্চিত হয়েছিল আগেই। এই ম্যাচের আগে ‘বি’ লিগে নেমে যাওয়া নিশ্চিত হয়েছিল সুইজারল্যান্ডের। ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে স্পেনের পয়েন্ট হলো ১৬।
গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে ডেনমার্ক। ৬ ম্যাচে ডেনিশদের ৮ পয়েন্ট, সার্বিয়ার ৬। ২ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.