টানা দুই দিনের বৃষ্টিতে বৈরান নদীর ব্রিজ ভেঙে পড়লো নদীতে!

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে ব্রিজ ভেঙে নদীতে পড়েছে। আজ শুক্রবার (১১ জুন) সকালে পৌর কোনাবাড়ি এলাকায় বৈরান নদীর উপর ব্রিজটি ভেঙে যায়। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সকল ধরনের যোগাযোগ ব্যাবস্থা।
জানা যায়, টানা দুই দিনের বৃষ্টিতে ব্রিজের দুটি পিলারসহ একপাশ ভেঙে পড়ে। পরে ক্রমশই ভাঙা অংশ বাড়তে থাকে। অনেক আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল। তারপরও সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করেনি কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানান, ঝুঁকিপূর্ণ থাকার পরও কোনো কাজ করেনি কর্তৃপক্ষ। ব্রিজটি ভেঙে যাওয়ায় মানুষের চলাচলের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
গোপালপুর পৌর মেয়র মো. রকিবুল হক ছানা বিটিসি নিউজকে বলেন, বিষয়টি জানতে পেরেছি। ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। টানা দুই দিনের বৃষ্টির ফলে ব্রিজটি ভেঙে পড়েছে। খুব দ্রুত চলাচলের জন্য ব্রিজটি উপযোগী করে দেয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি মো, সেলিম রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.