টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসারদিঘী গ্রামে স্বামীর ছুরিকাঘাতে কাকলি (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ৩ আগস্ট (রবিবার) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটে।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ১০ ঘণ্টার মধ্যে অভিযান পরিচালনা করে ঘাতক স্বামী মেহেদী হাসান (৪০) কে গ্রেফতার করে। র্যাব -১৪, সিপিসি -৩, টাংগাইল এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
র্যাব জানায়- সখিপুর পৌর শহরের জেলখানার মোড় এলাকার একটি ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। মেহেদী হাসান- কাকলি দম্পতির দুটি সন্তান আছে। নিহত কাকলি আক্তারের বাড়ি উপজেলার ঈসারদিঘী গ্রামের আতিয়া পাড়া এলাকায়।
র্যাব আরো জানায়- স্ত্রী নিহত হওয়ার পর স্বামী মেহেদী হাসান তৎক্ষণাৎ গা ঢাকা দিয়ে আত্মগোপনে চলে যায়। পরে র্যাব টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গাজীপুর জেলার কোনাবাড়িতে র্যাব একটি অভিযান পরিচালনা করে। এ সময় কোনাবাড়ী এলাকা হতে অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদেধৃত মেহেদী হাসান স্ত্রীকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেছে ।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত আসামি মেহেদী হাসানকে সখিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.