টাঙ্গাইলে ভুয়া ডাক্তার আটক, তিন মাসের কারাদন্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক গেটস্থ দয়াল ক্লিনিক ও  হসপিটালের ৩য় তলা থেকে এস আর লাভলু নামের এক ভূয়া ডাক্তারকে আটক করেছে টাঙ্গাইল র্যাব -১২।
বুধবার বেলা ১২ টায় স্থানীয় সাংবাদিক নওশাদ রানা সানভীর তথ্যে অভিযান চালায় র্যাব।
পরে তার চেম্বারে অভিযান পরিচালনা করার পর জেলা প্রশাসকের সিনিয়র সহকারি কমিশনার রেজা মো.গোলাম মাসুম প্রধান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
রেজা মো.গোলাম মাসুম প্রধান বলেন- দুপুরে র্যাবের একটি টিম অভিযান চালায় ভূয়া সনদদারী ডাক্তারের চেম্বারে।
পরে তাকে আটক করার পর সে আমাদের কাছে স্বীকার করে সে কোন ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।
এছাড়া তার আর কোন শিক্ষাগত যোগ্যতা নেই। সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।তার নামের শুরুতে সে ডাক্তার পদবী ব্যবহার করেছে এবং পাইলস ও নাক, কান, গলার চিকিৎসা করছে। তার চেম্বারের মালামাল সিভিল সার্জন অফিস জব্দ করেছে ও তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.