টাঙ্গাইলে বৃদ্ধ খুন, আটক আরও ২

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের কাচারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আইয়ুব আলী (৭০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় আরও দুই জনকে আটক করেছে পুলিশ।
গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন বিটিসি নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার (১৪ এপ্রিল) ওই মহল্লার আইয়ুব আলীর স্বজনদের সঙ্গে প্রতিবেশী সোহেলদের সাথে মারামারি হয়। এতে তিনজন আহত হয়। এ ঘটনার সূত্র ধরেই আইয়ুব আলী সন্ধ্যায় কাচারিপাড়া মসজিদে নামাজ পড়তে গেলে প্রতিপক্ষ সোহল ও আলাদিনের নেতৃত্বে ৪ থেকে ৫ জন আইয়ুব আলীকে মসজিদের ভেতরই বেধড়ক পেটায়।
পরে গুরুতর আহত অবস্থায় আইয়ুবকে প্রথমে গোপালপুর হাসপাতাল নিয়ে যায় স্বজনরা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আইয়ুব আলীর ছেলে মোজাম্মেল হক জানান, বৃদ্ধ মানুষটিকে অমানুষিকভাবে পেটানো হয়। চিকিৎসার কোনো ত্রুটি ছিল না।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইয়ুব হত্যার বিচারের দাবীতে মহল্লাবাসী শহরের নন্দনপুর এলাকায় প্রধান সড়ক অবরাধ করে বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসন খুনিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে অবরাধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি মো, সেলিম রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.