টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। পাশাপাশি টাঙ্গাইল সদর আসনের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, নির্বাচনকালীন পরিবেশ, গণমাধ্যমের ভূমিকা এবং রাজনৈতিক সহনশীলতা নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। জবাবে সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আশ্বাস দেন।
সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

















