টাঙ্গাইলে জালসনদ ও স্বাক্ষর প্রতারক চক্রের ১ জন গ্রেফতার

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কর্তৃক বিভিন্ন সরকারী অফিস ও অফিসের কর্মকর্তাদের সীল মোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনদের নকল জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় সংসদ সদস্য মহোদয়দের নাম ও জাল স্বাক্ষর সম্মিলিত ডিও লেটার প্রদান করা ০১ জন প্রতারককে গ্রেফতার করে ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ২০২২ তারিখ রাতে ০১.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি দল টাঙ্গাইল সদর থানাধীন পৌরসভাধীন বিশ্বাস বেতকা নওশীন ফটোকপি এন্ড কম্পিউটার দোকান (কুমুদিনী কলেজগেট) অভিযান পরিচালনা করে প্রতারক শোয়েব খান (৩০) পিতা- মোঃ নাজিম উদ্দিন খান, সাং- নিয়ামতপুর, থানা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল।
গ্রেফতারকৃত আসামী বহুদিন ধরে তার তৈরী বিভিন্ন সরকারী অফিস ও অফিসের কর্মকর্তাদের সীল মোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনদের নকল জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় সংসদ সদস্য মহোদয়দের নাম ও জাল স্বাক্ষর সম্মিলিত ডিও লেটার প্রদান করে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে।
আসামীর নিকট হতে প্রতারণা কাজে ব্যবহৃত ১টি ASUS ল্যাপটপ, ১টি DELL মনিটর, ১টি EPSON L130 রঙ্গীন প্রিন্টার, ১টি OVO কম্পিউটার পিসি, ১টি DVD কম্পিউটার পিসি, ২৭টি বিভিন্ন সরকারী অফিস ও অফিসের কর্মকর্তাদের সীল মোহর, জাতীয় সংসদ সদস্য মহোদয়দের নাম ও জাল স্বাক্ষর সম্মিলিত ২০টি ডিও লেটার এবং বিভিন্ন লোকজনদের ৮০টি নকল জন্ম নিবন্ধন সনদ জব্দ করা হয়।
সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, সে বহুদিন ধরে তার তৈরী উল্লেখিত সীল মোহর ও জাল স্বাক্ষর করে বিভিন্ন লোকজনদের নকল জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় সংসদ সদস্য মহোদয়দের নাম ও জাল স্বাক্ষর সম্মিলিত ডিও লেটার প্রদান করে বিভিন্ন লোকজনের নিকট হতে প্রতারনার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেন।
আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪২০/৪৭১/৪৭৩ ধারায় একটি মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.