টাঙ্গাইলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের, নারীসহ ৪ জন গুরুতর আহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের চারাবাড়িতে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে চারজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
শনিবার (২৫ জুন) সকাল ১০ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা মরিচের গুঁড়া ছিটিয়ে এলোপাথাড়ি কোপানো শুরু করলে চারজন মারাত্মকভাবে আহত হয়।
হামলায় আহতরা হলেন- সেলিম (৪৫), তার স্ত্রী হেনা আক্তার (৩৭) ,সেলিমের মা আমেনা (৬০) এবং সেলিমের ফুফু শামনা (৬০)।
এ ব্যাপারে দাইন্যা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বিটিসি নিউজকে বলেন-আমার আগের চেয়ারম্যানও এ বিষয়ে কোনো সমাধানে আসতে পারেনি। পরবর্তীতে আমি চেয়ারম্যান হওয়ার পরে বিষয়টি আমাকে অবহিত করলে আমি দুই পক্ষকেই ডাকি। কিন্তু এক পক্ষ হাজির না হওয়ার কারণে কোনো সমাধানে আসা যায়নি। পরবর্তীতে আমি একটি প্রতিবেদন লিখে কোর্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি ।কিন্তু এর মধ্যেই এই কোপাকোপির ঘটনা ঘটলো।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানায়- হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.