BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

টাঙ্গাইলে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

টাঙ্গাইল (সদর) প্রতিনিধি: টাঙ্গাইলে শীতের তীব্রতা প্রচন্ড। এ অবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু হয়ে়ছে। শনিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান ছিলেন, জেলা প্রশাসক শরীফা হক। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ।

এসময় জেলা প্রশাসক বলেন, জেলার সব কয়টি উপজেলায় ২০ হাজার কম্বল বিতরণ করা হবে। আগামী ৩১ ডিসেম্বর মধ্যে অসহায় ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে৷

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালনায়ের পক্ষ থেকে ১৫ হাজার ও প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল হতে ৫ হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল (সদর) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ