টাঙ্গাইলে অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে এক অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্র (চাকু)সহ দুই ছিনতাইকারীকে আটক করেছে র্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল।
বিবার (১৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ডের আব্দুর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে ২টি সুইচ গিয়ার (চাকু), দুইটি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ডসহ আসামিদের হাতেনাতে আটক করে র্যাব।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের রনির ছেলে বাবুল (২৮) এবং একই গ্রামের আলী হোসেনের ছেলে ছোটন (১৮)।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়- তারা সুযোগ সুবিধা মতো দেশের বিভিন্ন অঞ্চলে ছিনতাই করে থাকে। ধৃত আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি লুৎফর রহমান উজ্জল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.