টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ জেলেনস্কি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বা  ‘পার্সন অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বছরের শুরু থেকেই রুশ আগ্রাসনের শিকার ইউক্রেন। তারপর থেকে অনবরত গোলাবর্ষণ আর রক্তপাত।
তার মধ্যেও দাপটে দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এ কারণেই তিনি টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার’ ঘোষিত হয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তারপর থেকে ইউক্রেন জুড়ে অনবরত হত্যা, হামলা, বারুদের গন্ধ, রক্তের ছবি।
কূটনৈতিক আঙিনায় লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। পাশে রয়েছেন সেদেশের সেনার। আর সেই রাষ্ট্রনেতাকেই এবার টাইম ম্যাগাজিন বেছে নিল বছরের সেরা ব্যক্তিত্ব হিসাবে।
উল্লেখ্য, ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে রুশ হামলার পর থেকে প্রথমে ব্যাকফুটে থেকেও পরে আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধ জয়ের পথে হাঁটার চেষ্টা করেছে জেলেনস্কির ইউক্রেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.