টাইগারদের বিপক্ষে আয়ারল্যান্ড স্কোয়াডে পরিবর্তন

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে খেলতে তিন ফরম্যাটেই দল ঘোষণা করেছিল আইরিশরা। তবে ঢাকার পথে উড়াল দেওয়ার প্রাক্কালে সব ফরম্যাটের স্কোয়াডে পরিবর্তন এনেছে আইরিশরা।
সব ফরম্যাটে ফিওন হ্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের হয়ে এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জশ লিটল। কনোর অলফার্টের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন চোট থেকে ফেরা এই ক্রিকেটার।
সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা। এরপর ১৫ মার্চ টাইগারদের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। পরে ১৮ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ।
এ ছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২৭, ২৯ ও ৩১ মার্চ এই টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর ৪ থেকে ৮ এপ্রিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টটি খেলার জন্য ঢাকায় ফিরবে দুই দল।
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, স্টেফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট।
টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, রস এডের, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিল্যানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, পল স্টার্লিং, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
টেস্ট ম্যাচ আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডের, কার্টিস ক্যাম্ফার, মুরে কমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, ম্যাথিউ হামফ্রেস, অ্যান্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাকার্থি, জ্যামস ম্যাককলাম, পিজে মুর, হ্যারি ট্যাক্টর, লরকান টাকার, বেন হোয়াইট। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.