টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম ওয়ানডেতে টসে হেরেছে বাংলাদেশে। অপরদিকে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হয় দিবারাত্রীর এই ব্যাট-বলের লড়াই।
টস হেরেও খুশি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
তিনি বলেন, ‘‘টস হেরেও খুশি আমি। উইকেট বেশ ভালো। আশা করি ভালো স্কোর হলে ম্যাচ জেতা সম্ভব।’’
দক্ষিণ আফ্রিকায় বাউন্সি উইকেট। পেসারদের দাপট বেশি থাকে। বাংলাদেশ এই ভার্সনে অনেকটা দুর্বল। তামিম তারপরও আত্মবিশ্বাসী।
তিনি আরও বলেন, ‘‘পেস ডিপার্টপেন্ট শঙ্কার বিষয়। তবে গত দুই বছরে আমরা বেশ ইমপ্রুভ করেছি। আশা করি দারুণ একটি ম্যাচ হবে।’’
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরা, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.