টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, নেই সৌম্য

বিটিসি স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (১০ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে প্রোটিয়ারা।
জয় দিয়ে এবারের আসর শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচেও ধারাবাহিকতা রাখতে চায় বাংলাদেশ। এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। সৌম্য সরকারের জায়গায় একাদশে এসেছেন জাকের আলি অনিক।
অন্যদিকে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষে ৪ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। 
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.