টস জিতে বোলিংয়ে টাইগাররা

বিটিসি স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জয়ের এবার স্বাগতিকদের বিপক্ষে লাল বলের লড়াইয়ে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারবানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে টস জিতে বোলিং করছে মোমিনুল হকের দল।
এ ম্যাচের একাদশে নেই দলের অন্যতম ওপেনার তামিম ইকবাল। মূল লড়াইয়ে তারই ওপেন করার কথা থাকলেও পেটের পীড়ার কারণে তিনি খেলছেন না বলে জানিয়েছেন অধিনায়ক মোমিনুল হক।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ)  সকাল থেকেই পেটের সমস্যায় ভুগতে থাকেন তামিম। অসুস্থতার কারণে দলের সঙ্গে মাঠেও আসতে পারেননি বাঁহাতি এ ওপেনার। তাই মূল ব্যাটারকে হারানোর ধাক্কা নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ দল।
টসের সময় মোমিনুল হক জানালেন, আর্দ্রতাও আছে বেশ। আর সেই সুবিধা কাজে লাগাতেই টস জিতে বোলিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
এদিকে টস জিতলে দক্ষিণ আফ্রিকাও এ সুযোগটা কাজে লাগাতে বোলিং নিত। টসে হারা প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার তেমনটাই জানালেন।
টেস্ট সিরিজের আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবারের সফরেই প্রথমবার দক্ষিণ আফ্রিকায় জয়ের ইতিহাস গড়েছে লাল-সবুজের দল।
বাংলাদেশ একাদশ: মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসাইন ও খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেন্নে (উইকেটরক্ষক), উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ের। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.