টস জিতে প্রথমে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

বিটিসি স্পোর্টস ডেস্ক: মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ আর জিম্বাবুয়ে। ম্যাচে টস জিতেছেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক।

টানা হারের বৃত্ত থেকে বের হওয়ার লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে আজ শনিবার (২২ ফেব্রুয়ারী) মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ।

টেস্টে সর্বশেষ ছয় ম্যাচেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। এরমধ্যে পাঁচটি ছিল ইনিংস ব্যবধানে হার। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত ও পাকিস্তানের বিপক্ষে শেষ তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হারে টাইগাররা।

দু’দল এখন অবধি ১৬টি টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সাতবার জয় পায় জিম্বাবুয়ে। ছয়বার জিতে বাংলাদেশ। বাকি তিন ম্যাচ ড্র’তে হয়।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাশ,নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ 
সিকান্দার রাজা, রেগিস চাকাবা, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.