টমেটো ক্রয় নিয়ে সংঘর্ষ, আহত ৬

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে টমেটো ক্রয়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের  ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে।

গতকাল সোমবার (২রা ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে টমেটো কেনা নিয়ে মারামারির বিষয়টি আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, টমেটো ক্রয়কে কেন্দ্র করে কৃষক আব্দুল খালেকের সঙ্গে ব্যবসায়ী জহিরের কথা কাটাকাটি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ায় দুপক্ষের ৬ জন আহত হয়।

আহতরা হলেন, আব্দুল খালেক (৫০), জহির (৪০), উসমান (১৭),  সিরাজুল(৩০), আলমগীর (৩২), ডলার (২০)। তাদেরকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে উসমান ও জহিরের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.