টটেনহ্যামকে হারিয়ে শিরোপার কাছে ম্যানসিটি

বিটিসি স্পোর্টস ডেস্ক: ম্যানচেস্টার সিটি ও টটেনহ্যামের খেলার দিকে তাকিয়ে ছিল মিকেল আরতেতার দল আর্সেনাল। সিটি পয়েন্ট হারালেই লিগ শিরোপার নিকটে চলে যেতো তারা।
তবে স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেলো। টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে লিগ শিরোপার নিকটে চলে গেলো পেপ-এর সিটি। এ জয়ের মধ্য দিয়ে আর্সেনালকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে সিটি।
আগামী ১৯ মে ওয়েস্ট হামকে হারালেই টানা চতুর্থ লিগ শিরোপা জিতবে গার্দিওলার দল। ২০১৯ সালে টটেনহ্যামের নতুন স্টেডিয়ামে খেলা শুরুর পর এখানে লিগের ম্যাচ জিততে পারেনি সিটি। এমনকি একটি গোলও ছিল না সিটিজেনদের।
সিটি আজ সেই অধরা কষ্ট পার করে ম্যাচের ৫২তম মিনিটে। কেভিন ডি ব্রুইনার পাসে বল জালে জড়ান হালান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে সিটির বদলি গোলকিপার স্টেফান ওরটেগাকে একা পেয়ে যান হিউন-মিন সন।
তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। তবে সনের মিসের পর যোগ করা সময়ে উল্টো দ্বিতীয় গোলও পেয়ে যায় সিটি। জেরেমি ডকুকে পেদ্রো পোরো বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে গোল করেন হালান্ড। লিগে ২৭তম গোল সম্পন্ন করেন আর্লিং হালান্ড। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.