গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের উপর থাকা বেইলি ব্রিজটি ভেঙে ট্রাকসহ নদীতে পড়ে গেছে। ফলে ওই লেনে যান চলাচল বন্ধ আছে। এই পথে চলাচলকারীদের বিকল্প পথে চলতে অনুরোধ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
শনিবার (২১ ডিসেম্বর) ভোরে একটি ডাম্প ট্রাক বেইলি ব্রিজের মাঝে আসার পরই তা ভেঙে তুরাগ নদে পড়ে যায়। এতে আহন হন ট্রাকের চালক ও সহকারী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বিটিসি নিউজকে জানান, শনিবার সকালে তুরাগ নদে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরই সড়ক ও জনপথকে জানানো হয়েছে।
এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই পথে চলাচলকারীদের বিকল্প পথে চলতে অনুরোধ জানিয়ে একটি পোস্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.