টঙ্গীতে কেমিক্যাল গুদামে বিস্ফোরণ, ফায়ার ফাইটার সহ দগ্ধ-৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটারসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এই বিস্ফোরণ ঘটে। পরে ফায়ার সার্ভিসের সাত ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হঠাৎ গুদামটিতে বিস্ফোরণ হলে ভেতরে থাকা লোকজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভানোর সময় হঠাৎ করে একটি কেমিক্যালের ড্রাম বিস্ফোরিত হয়। এতে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটারসহ মোট পাঁচজন দগ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা জোন-৩ এর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মন্নান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন। এ সময় বিস্ফোরণের কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ফায়ার ফাইটাররা দগ্ধ হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.