BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার রাতে ঢাকার সাভার এলাকার কুমারবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা ও ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার দুই আসামি সাভারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে আসামিদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করলে আসামি গ্রেফতারে অভিযান শুরু করে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প। এখন পর্যন্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
পেন্টাগনের বিরুদ্ধে মামলা করল নিউইয়র্ক টাইমস ট্রাম্পের অভিবাসীবিরোধী প্রচারণায় গান ব্যবহার করায় শিল্পীর ক্ষোভ যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্ত হচ্ছে আরও বহু দেশ, তালিকায় কারা? নির্বাচনে হস্তক্ষেপ করেছেন ট্রাম্প, অভিযোগ হন্ডুরাসের প্রেসিডেন্ট প্রার্থীর সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের প্রত্যয় মোদি-পুতিনের পুতিনকে গীতা উপহার দিলেন মোদি বিমানবন্দরে মোদির আকস্মিক উপস্থিতি, পুতিনকে আলিঙ্গন ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার নিজের নিয়োগে অনিয়ম, তথ্য দিচ্ছেনা অধ্যক্ষ পানির ন্যায্যতা ও আন্তঃসীমান্ত সহযোগিতায় জোর দিতে হবে : পরিবেশ উপদেষ্টা