ঝিনাইদহ চক্ষু হাসপাতালের ৭ কর্মচারিকে শোকজ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ চক্ষু হাসপাতালে ৭ কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার (০১ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালটি পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।
জানা গেছে, ওই সময় বিভিন্ন দফতর এবং কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক। বেশ কিছু অনিয়ম চোখে পড়ে তার। অমার্জিত পোশাক পরিধান করে দায়িত্ব পালন করা ৭ জন কর্মচারীকে এ নির্দেশ দেন তিনি। একইসাথে চক্ষু রোগীদের সেবা প্রদানের আরও যত্নশীল হওয়ার জন্য চিকিৎসকসহ কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
এ সময় অন্ধ পুর্নবাসন কেন্দ্রের (চক্ষু হাসপাতাল) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মিলন হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ৮০ শয্যার পাঁচতলা ভবনের বিশাল হাসপাতালটি জেলা শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় দেড় একর জমির ওপর ২০০৩ সালে কার্যক্রম শুরু করে। সমাজ সেবা অধিদফতরের অর্থায়নে এটি নির্মাণ করা হয়। প্রতিদিন গড়ে অন্তত পাঁচ শতাধিক রোগী স্বল্প খরচে হাসপাতালটি থেকে সেবা পেয়ে থাকেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.