ঝিনাইদহে ফেনসিডিলের বস্তা ফেলে ভারতে পালিয়ে যান খলিল

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে বস্তা বোঝায় ফেনসিডিল নিয়ে আসছিলেন খলিল নামে ব্যক্তি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে তিনি ভারতে পালিয়ে গেছেন। ফেলে যাওয়া বস্তা থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
আজ সোমবার (০১ মে) দুপুর দেড়টার দিকে যাদবপুর সীমান্তের পারগোপালপুর মাঠে এ ঘটনা ঘটে।
পলাতক খলিল যশোরের চৌগাছা থানার কুলিয়া গ্রামের ইয়াকুব গাজীর ছেলে।
বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম দুপুর ২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, ভারত থেকে ফেনসিডিলের চালান নিয়ে খলিল নামে এক ব্যক্তি দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় যাদবপুর বিওপির সদস্যরা। অভিযান কালে বস্তা মাথায় নিয়ে এক ব্যক্তি দেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। এ সময় ওই ব্যক্তি মাথার বস্তা ফেলে দৌড়ে ভারতে অভ্যন্তরে পালিয়ে যান। পরে তার বস্তার মধ্যে হতে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পলাতক খলিলকে আসামি করে মহেশপুর থানায় মামলা করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.