ঝিনাইদহে আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরণ, হতাহত-৪

খুলনা ব্যুরো: ঝিনাইদহে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শফিক নামে একজন নিহত ও আহত হয়েছেন আরো তিনজন। তবে এর মধ্যে একজনের হাত-পা বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল বলে জানা গেছে।

আজ রবিবার (০৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বিটিসি নিউজকে বলেন, আহদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
আদালতের পিপি ইসমাইল হোসেন বলেন, হঠাৎ একটা বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। এসেই দেখি মালখানার ঘরটি পুরোপুরি তছনছ হয়ে গেছে। আর ভেতরে চিল্লাচ্ছেন অনেকে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
তিনি আরো বলেন, গত কয়েকদিন ধরে মালখানার ভেতরে সংস্কারকাজ চলছে। মিস্ত্রিরা কাজ করছিলেন। মিস্ত্রিদের কোনো ধরনের পরিষ্কার-পরিচ্ছন্ন মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.