ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫৫বোতল ফেনসিডিলসহ ১ মাদক বিক্রেতা গ্রেফতার 

ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ৫৫বোতল ফেনসিডিলসহ মইনুল (৪০) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে হরিণাকুণ্ডু থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে শহরের একতাঁরা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মইনুল জেলার মহেশপুর উপজেলার ছলেমানপুর গ্রামের ইয়ার আলীর ছেলে।

হরিনাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিটিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সরোয়ারের নেতৃত্ত্বে পুলিশের একটি দল তাকে শহরের একতাঁরা মোড় থেকে ৫৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

ফেনসিডিল চালানটি মহেশপুর থেকে চুয়াডাঙ্গা হয়ে হরিণাকুন্ডু বিক্রির জন্য আনা হচ্ছিল বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। মইনুল একজন চিহ্নিত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরেই সে এই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.