ঝিনাইদহের মহেশপুরে ৯৩ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সোনাইডাঙ্গা গ্রাম থেকে ৯৩ বোতল ফেন্সিডিল সহ হাফিজুর রহমান (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আটককৃত হাফিজুর যাদবপুর ইউপির কানাইডাঙ্গা গ্রামের তাজুল ইসলামের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম বিটিসি নিউজকে জানান, ৬ অক্টোবর সন্ধ্যা রাত্রে গোপন সুত্রে জানতে পারি হাফিজুর রহমান নামের এক মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিত্বে এস আই আওয়াল, এ এস আই সিরাজুল ইসলাম সিরাজ সঙ্গীও ফোর্স সাথে নিয়ে যাদবপুর সোনাইডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রাত ১০ ঘটিকার সময় সোনাইডাঙ্গা গ্রামের ব্রীজের নিকট থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে ৬ অক্টোবর রাত্রেই হাফিজুরের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার – নং- ১৬ ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.