ঝাড়খণ্ডে অবৈধ কয়লা খনিতে ধস, নিহত-৩

বিশেষ (ভারত) প্রতিনিধি: ভারতের ঝাড়খণ্ডের ধানবাদে অবৈধভাবে পরিচালিত এক কয়লা খনিতে ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। সেইসঙ্গে অনেকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শুক্রবার (০৯ জুন) সকালে ভারত কোকিং কোল লিমিটেড-এর একটি কয়লা খনিতে অবৈধভাবে খনন কাজ করছিলেন স্থানীয় বাসিন্দারা। এরপর খনিতে ধস নামার পর আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তারা। খবর পেয়েই উদ্ধারকাজে নেমেছে দেশটির পুলিশ।
ধানবাদের এসএসপি সঞ্জীব কুমার বলেন, ‘ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল)-এর খোলামুখ খনিতে ধস নামে। আমরা বিসিসিএলের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রত্যক্ষদর্শীর দাবি, বহু গ্রামবাসী বেআইনি কয়লা খনিতে উত্তোলনের কাজ করেন। তিনি বলেন, ধসের পর স্থানীয় মানুষ ভেতর থেকে তিনজনকে বের করতে পেরেছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়েছেন। আমার আশঙ্কা ভিতরে আরও লাশ আছে। নিহতদের মধ্যে একজন শিশু, নারী ও ২৫ বছর বয়সী এক পুরুষ আছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.