জয় বাংলা’ স্লোগানে গর্তে ঢুকে যায় বিএনপি-জামায়াত : জাহাঙ্গীর কবির নানক

লালমনিরহাট প্রতিনিধি:  কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জনতার ‘জয় বাংলা’ স্লোগান শুনলে গর্তে ঢুকে যায় বিএনপি-জামায়াত। আমাদের বিভেদে দুর্বলতা দেখলে তারা বেরিয়ে এসে ছোবল মারতে চায়।
আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিকে নিয়ে পাড়ায়-পাড়ায় উঠান বৈঠক করতে হবে। আগামী ০৯ ডিসেম্বর লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সম্মেলন করে নিতে হবে। এ সময় কমিটি গঠনে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে সবার প্রতি আহ্বানও জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
এছাড়াও বক্তব্য রাখেন- সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট বাদল আশরাফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বাবুল, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.