জয় দিয়ে শ্রীলংকা মিশন শুরু করলো বাংলাদেশ

 

বিটিসি নিউজ ডেস্কসফরের প্রথম চারদিনের ম্যাচে স্বাগতিক শ্রীলংকাকে ১৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা।

প্রথম ইনিংসে ৩০৯ রান করে বাংলাদেশ। জবাবে ২৮৮ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় শ্রীলংকা। ফলে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় বাংলাদেশ।

লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ১১৫ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ। এতে ম্যাচ জয়ের জন্য ১৩৬ রানের টার্গেট পায় শ্রীলংকা। সেই লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে ১২৩ রানেই গুটিয়ে যায় লংকানরা। ফলে ১৩ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

আগামী ২৩ অক্টোবর থেকে দ্বিতীয় চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলংকা অনুর্ধ্ব-১৯ দল। চারদিনের ম্যাচ শেষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে দু’দল। প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.