জয়ার ‘দেবী’ মুক্তি পাচ্ছে আগামীকাল

 

বিটিসি নিউজ ডেস্কজাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান দুই বাংলায় অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তার প্রতিটি চলচ্চিত্রই দর্শকরা বেশ আগ্রহ নিয়ে দেখেছেন। সে ধারাবাহিকতায় এই মুহূর্তে দর্শক অপেক্ষায় আছেন অনম বিশ্বাস পরিচালিত জয়া অভিনীত চলচ্চিত্র ‘দেবী’ দেখার জন্য। আর ছবিটি আগামীকাল সারাদেশে মুক্তি পাবে।

এই চলচ্চিত্রে জয়া অভিনয় করেছেন রানু চরিত্রে এবং মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সরকারি অনুদানে নির্মিত এ চলচ্চিত্র প্রযোজনা করেছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ চরিত্র নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’-কে পর্দায় নিয়ে আসছেন জয়া। ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক অনম বিশ্বাস।
‘দেবী’ ছবির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি উপন্যাস অবলম্বনে ছবিটি যথাযথভাবে তৈরি করতে। প্রথমবারের মতো মিসির আলী চরিত্রকে দর্শক বড় পর্দায় দেখবেন। কাজটা চ্যালেঞ্জিং।’
ওই অনুষ্ঠানে জয়া বলেন, ‘এই ছবির সংশ্লিষ্ট সবাইকে আমার কৃতজ্ঞতা। দেবীতে মিসির আলীর চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। এপার বাংলা ওপার বাংলার শিল্পীদের আমার মিসির আলী চরিত্রের জন্য খুঁজেছিলাম। শেষপর্যন্ত আমাদের চঞ্চল চৌধুরীকে পারফেক্ট মনে হয়েছে। চরিত্রটির জন্য তিনি অনেক বেশি পরিশ্রম করেছেন। চঞ্চল চৌধুরী মানে ‘মিসির আলী’-কে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’
এরইমধ্যে জয়া আহসান প্রায় শেষ করেছেন নূরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’, ‘পেয়ারার সুবাস’ ও মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্র।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.