জয়পুরহাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও নারীসহ নিহত ৮ জন

জয়পুরহাট প্রতিনিধি:  আজ শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে জয়পুরহাট সদরের বানিয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু ও পাঁচ নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন।

আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এখনও তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিরাজুল ইসলাম বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানান:  দুপুরে বগুড়া থেকে , জয়পুরহাটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক সড়কের বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ৮ নিহত হন। আহত হন আরও ২১ জন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.