জয়পুরহাটে ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশত যাত্রী

জয়পুরহাট প্রতিনিধি: আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর পৌর এলাকার আমট্রু রেলগেট (আক্কেলপুর মহিলা কলেজ) এলাকায় ট্রেন ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।এতে করে রক্ষা পায় প্রায় ৫০ জন বাসযাত্রী।

জানা যায়, পিকনিক করে দিনাজপুরের স্বপ্নপূরী থেকে নওগাঁর রাণীনগরের উদ্দেশে ছেড়ে আসা তৌহিদ এন্টারপ্রাইজ নামের একটি বাস আমট্রু রেলগেট এলাকার  রেলক্রসিংয়ের ওপর উঠামাত্র ইঞ্জিন বিকল হয়ে বাসটি দাঁড়িয়ে গেলে বাসের সকল যাত্রী দ্রুত নেমে যায়। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছার আগ মুহূর্তে চালক বাসটি দাঁড়িয়ে থাকতে দেখে ব্রেক কষে। তারপরও ট্রেনটি বাসটিকে ধাক্কা দিয়ে রেললাইনের পাশের খাদে ফেলে দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়, ট্রেনটি ২০ মিনিট দাঁড়িয়ে থাকার পর পুনরায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ চন্দ্র রায় বিটিসি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.