বিটিসি স্পোর্টস ডেস্ক: কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ফিরেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন দলের অন্যতম দুই তারকা অধিনায়ক সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমাকে এবার দেখা গেল ক্রিকেট অনুশীলনেও।
রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয় পরিদর্শন করেছেন নারী ফুটবলের দুই তারকা। হোম ক্রিকেটে তাদের স্বাগত জানান জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
জ্যোতি দুই চ্যাম্পিয়নকে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখান। পরে ইনডোরে নিয়ে যান। সেখানে ক্রিকেট অনুশীলনে মাতেন দুই ফুটবলার। তাদের প্রচেষ্টা ও ক্রিকেট দক্ষতায় মুগ্ধ হয়েছেন জ্যোতি। পরে সাবিনা ও ঋতুপর্ণাকে নিজের জার্সি উপহার দেন জ্যোতি। সাবিনাও তার জার্সি উপহার দেন টাইগ্রেস অধিনায়ককে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.