জ্বালানী তেল, সার ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ (ভিডিও)

রংপুর প্রতিনিধি: জ্বালানী তেল, সার, দ্রব্য মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের লোডসেডিং এর প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন।
আজ বুধবার (১০ আগস্ট) দুপুরে সেন্ট্রাল রোড দলীয় কার্যালয় থেকে কড়া পুলিশি পাহাড়ায় জাপার বিক্ষোভ মিছিল নগর প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্ত্বরে সমাবেশ করে নেতা কর্মীরা।
সমাবেশে পূর্ব ঘোষনা ছাড়া জরুরি প্রয়োজনীয় কেরোসিন, ডিজেল, পেট্রোল,সারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে জীবন যাত্রা অসহনীয় পড়ার কথা উল্লেখ করে জাতীয় পার্টি কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন এবং জনঅসন্তোস বৃদ্ধি পাওয়ায় অবিলম্বে এসবের মূল্য হ্রাস ও জীবন যাত্রা সহনীয় করার দাবি জানান।
এসময় জাতীয় পার্টি কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সেক্রেটারি এসএম ইয়াছির,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ জেলা ও মহানগর যুব সংহতি,ছাত্র সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.