জ্বালানী তেল-সারসহ দ্রব্যমূল্যের উর্দ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন (ভিডিও)

রংপুর প্রতিনিধি: কেরোসিন, ডিজেল, পেট্রোল,অকটেন, ইউরিয়া সারসহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে রংপুর জেলা কৃষক দল।
আজ রবিবার (০৭ আগস্ট) দুপুরে নগরীর শাপলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল গ্রান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয়ে সমাবেশ করে। এতে আকস্মিক জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করে জীবণযাত্রা সহনীয় করতে সকল পণ্যদ্রব্যের মূল্য হ্রাসের দাবি জানান এবং ভোলায় নিহতদের বিচার দাবি করেন।
এর আগে প্রেসক্লাবের সামনে জ্বালানী তেল ও সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করেছে জেলা ক্ষেতমজুর ও কৃষক সংগঠন। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.