জ্বালানি সাশ্রয়ে টাই পরা বন্ধ করুন : স্পেনের প্রধানমন্ত্রী

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: টাই পরা বন্ধ করে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তিনি চান, তার মন্ত্রিসভার সদস্য ও কার্যালয়ের কর্মীরা যেনও তার দেখানো পথ অনুসরণ করেন। এতে করে করে জ্বালানি সাশ্রয় করতে পারেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, নীল স্যুট ও সাদা শার্ট পরে দেওয়া এক ভাষণে সানচেজ বলেন, আমি টাই পরছি না এবং আমি মন্ত্রিদেরও বলেছি টাই না পরার জন্য।
বিভিন্ন কোম্পানিকে নির্দেশ দিয়েছেন কর্মীদের কলার ও টাই না পরে কাজ করতে দেওয়ার জন্য। যাতে করে তারাও বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখতে পারেন।
জানা যায়, আগামী ১ আগস্ট সানচেজ সরকার জ্বালানি দক্ষতা ও সাশ্রয় কর্মসূচি অনুমোদন দেবে। এর মাধ্যমে অপর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একই ধরনের পদক্ষেপের পথে হাঁটবে তারা।
টাই না পরার ফলে কীভাবে জ্বালানি সাশ্রয় হবে সেই ব্যাখ্যা সানচেজ দেননি। কিন্তু জ্বালানি নীতি তদারকির কাজে নিয়োজিত পরিবেশ পরিবর্তন মন্ত্রণালয় নিজেদের এয়ার কন্ডিশনার স্বাভাবিক ২৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে উষ্ণ অবস্থায় চালু রাখছে। বিদ্যুতের ব্যবহার কমানোর অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.