জো বাইডেনের ২ লক্ষ কোটি ডলারের ত্রাণ পরিকল্পনা অনুমোদন

(জো বাইডেনের ২ লক্ষ কোটি ডলারের ত্রাণ পরিকল্পনা অনুমোদন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই করোনাকালীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় একের পর এক পদক্ষেপ গ্রহণ করে আসছে বাইডেন প্রশাসন।
এরই ধারাবাহিকতায় ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’-এর অংশ হিসেবে করোনাকালীন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মার্কিনদের সহায়তায় ১ লক্ষ ৯০ হাজার কোটি ডলারের জরুরী আর্থিক সহায়তার পরিকল্পনার কথা জানান প্রেসিডেন্ট জো বাইডেন।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল শনিবার (২৭ ফেব্রুয়ারী) বাইডেনের ওই ত্রাণ পরিকল্পনা অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এদিন ২১৯-২১২ ভোটে পাস হয় বহুল আলোচিত এই বিলটি। আর্থিক সহায়তার পাশাপাশি করোনার টিকাদান কার্যক্রম এবং কোভিড পরীক্ষার গতি আরও বাড়ানোর বিষয়েও উল্লেখ রয়েছে বিলটিতে।
তবে, বিলটিকে অনেক বেশী ব্যয়বহুল উল্লেখ করে এর বিপক্ষে ভোট দিয়েছেন দুই ডেমোক্র্যাট আইনপ্রণেতাও। যদিও আর্থিক সহায়তার পাশাপাশি সর্বনিম্ন মজুরি বাড়ানোর পক্ষে মত দেন অধিকাংশ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।
এদিকে প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর হোয়াইট হাউসে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের জনগণ দীর্ঘদিন সীমাহীন কষ্টে দিন পার করছেন। এ অবস্থায় অপচয় করার মতো সময় হাতে একদম নেই উল্লেখ করে, যতদ্রুত সম্ভব বিলটি কার্যকরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিলটির চূড়ান্ত অনুমোদনে আগামী সপ্তাহে এটি উচ্চকক্ষ সিনেটে তোলা হতে পারে বলে আভাস পাওয়া গেছে। তবে, সিনেটে বর্তমানে দুই দলের মধ্যে সমতা বিরাজ করায়, বিলের চূড়ান্ত অনুমোদন পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। (সূত্র: নিউইয়র্ক টাইমস)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.