জোড়া অধিনায়কত্বের পর বড় দুঃসংবাদ পেলেন রোহিত

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির পরিবর্তে টি-টোয়েন্টি অধিনায়কত্ব পেয়েছিলেন বিশ্বকাপের পরপরই। এরপর হয়েছেন ওয়ানডে অধিনায়ক, একইসঙ্গে অজিঙ্কা রাহানেকে সরিয়ে টেস্টের সহ অধিনায়কত্ব পেয়েছিলেন ভারতের তারকা ওপেনার রোহিত শর্মা।
একগাদা ‘সুখবর’ পাওয়ার এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে রোহিত শুনলেন বড় এক দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজে খেলা হবে না তার। আগামী ২৬ ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
মুম্বাইয়ে দলীয় কোয়ারেন্টাইনে যোগ দেওয়ার নেট প্রাকটিসে চোট পেয়েছেন রোহিত। মুম্বাই থেকেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবে ভারতীয় ক্রিকেট দল। ছিটকে যাওয়া রোহিতের পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক প্রিয়াঙ্ক পানচাল।
গত ১২ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার কোনো সফরের আগে চোটে পড়লেন রোহিত। ২০২০ আইপিএলে হ্যামস্ট্রিং চোটে পড়ায় অস্ট্রেলিয়া সফরের প্রথম দুটো টেস্ট খেলতে পারেননি তিনি।
রোহিতের পরিবর্তে ডাক পাওয়া পানচাল খুব একটা পরিচিত কেউ নন। তবে গত কয়েক বছরে ভারত ‘এ’ দলের নিয়মিত মুখ গুজরাটের পানচাল। এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে গুজরাটি ব্যাটারের।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচের দুটিতে অধিনায়কত্ব করেছেন পানচাল। তিন ইনিংস ব্যাটিং করার সুযোগ পেয়ে করেছেন ৯৬,২৪ ও ০ রান। ২০১৬-১৭ রঞ্জি ট্রফিতে গুজরাটের হয়ে ১৭ ইনিংসে ৮৭.৩৩ গড়ে ১৩১০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পানচাল।
আসন্ন টেস্ট সিরিজ থেকে রোহিতের ছিটকে যাওয়ায় ভারতের কপালে হয়তো একটু হলেও চিন্তার ভাজ পড়েছে। কারণ ২০২১ সালে টেস্টে এখন পর্যন্ত জো রুটের ১৫৪৪’র পর ১১ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৪৭.৬৮ গড়ে ৯০৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত।
আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ২০১৯ সালের সিরিজ থেকে হিসেব করলে তো টেস্টে রোহিতের ‘বৃহস্পতি’ তুঙ্গে। ঘরের মাঠে সেই সিরিজ থেকে এখন পর্যন্ত ১৬ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৫৮.৪৮ গড়ে রোহিতের সংগ্রহ ১৪৬২ রান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.