জোড়া গোল করে রাজসিক প্রত্যাবর্তন নেইমারের

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রায় ১৪৬ দিন ছিলেন মাঠের বাইরে। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করেছেন এই তারকা ফুটবলার। নেইমারের জোড়া গোলে দক্ষিণ কোরিয়ার ক্লাব জেওনবাক হুন্দাই মোটর্সকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বুসন এশিয়াড মেইন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারিস জায়ান্টরা প্রাক মৌসুম সফরে এই প্রথম জয়ের দেখা পায়। ফেব্রুয়ারি মাসে ইনজুরিতে পড়ার পর এই ম্যাচ দিয়ে পিএসজির হয়ে প্রথম মাঠে নামেন ব্রাজিলীয় তারকা নেইমার। ম্যাচের ৩৯ মিনিটে সফল হন নেইমার। গোল করে এগিয়ে দেন পিএসজিকে। বক্সের ভেতর বল নিয়ে ডিফ্লেক্টেড শটে গোল করে পিএসজিকে এগিয়ে দেন তিনি। ফলে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি।
বিরতির পর একাদশে বড়সড় রদবদল আনেন পিএসজি কোচ। তবে নেইমারকে ঠিকই রেখে দেন মাঠে। ম্যাচের ৮৩ মিনিটে ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্ট থেকে বল পেয়ে ফের লক্ষ্যভেদের মাধ্যমে পিএসজিকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন নেইমার। শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে নেইমারের অ্যাসিস্ট থেকেই পিএসজির তৃতীয় গোলটি করেন মার্কো অ্যাসেনসিও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.