জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন

মেহেরপুর প্রতিনিধি: জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে।
মানুষকে সুন্দর এ ধরণীর রহস্যের মধ্যে অবগাহন করার সুযোগ করে দেয়। শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। পুঁথিগত বিদ্যার বাইরে সামাজিক শিক্ষায় শিক্ষার্থীদের সুস্থ ধারার মানসিকতা বিকাশের লক্ষ্যে উত্তরবঙ্গের পদ্মা নদীর কোলঘঁষে গড়ে ওঠা ক্লিন সিটি গ্রিনি সিটি নামে পরিচিত রাজশাহী শহরের দর্শনীয় স্থানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা সফর সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাস যোগে রাজশাহী শহরে পৌছে বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করা হয়। দিনব্যাপি এ শিক্ষা সফরে শিশু শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও স্কুলের সাবেক শিক্ষার্থী বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রামপ্রসাদ, সরন সহ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী নুরানী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকদের সুস্থ ধারার মানসিকতা, সু-শৃঙ্খলতা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা ছিল কবিতা, কৌতুক পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ইত্যাদি প্রতিযোগিতার।
এছাড়াও উপস্থিত ছিলেন -সহকারী শিক্ষক আনিছুর রহমান, লাইলা আক্তারিয়া,জহিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, কেয়া বিশ্বাস অমল চন্দ্র বিশ্বাস প্রমুখ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.