জেসিন্ডা’র ফেসবুক লাইভে মেয়ের ‘মাম্মি’ বলে ডাক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন দেশটির করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। ভাষণের জন্য বেছে নিয়েছিলেন ফেসবুককে। সেখানেই লাইভে কথা বলছিলেন তিনি। এমন সময় তার মেয়ে এসে পেছন থেকে মিষ্টি কণ্ঠে ‘মাম্মি’ বলে ডাক দিলো। তাতেই ভাষণ ছেড়ে মেয়েকে দিলেন দিক নির্দেশনা।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, মেয়ের ডাকে কিছুক্ষণের জন্য থামতে বাধ্য হন কিউই প্রধানমন্ত্রী। তবে লাইভ বন্ধ না করে মেয়েকে বুঝিয়েসুঝিয়ে অন্য ঘরে ফেরত পাঠান তিনি। স্থানীয় সময় গত সোমবার (০৮ নভেম্বর) রাতে বাড়ি থেকেই ফেসবুকে লাইভ করছিলেন তিনি।
ভিডিওতে দেখা যায়, করোনা নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় হঠাৎ পেছন থেকে তার ৩ বছরের মেয়ে নেভ ‘মাম্মি’ বলে ডাক দেয়। তখন হাসিমুখে জাসিন্ডা তাকে বলেন, তোমার তো এখন বিছানায় থাকার কথা।
এরপর আদুরে গলায় বলেন, এখন ঘুমানোর সময়, সোনা! বিছানায় ফিরে যাও, আমি আসছি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.