জেসিআই ঢাকা ইয়াং-এর ২০২১ কার্যনির্বাহী কমিটি ঘোষণা 

বিশেষ প্রতিনিধি: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইয়াং-এর ২০২১ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০শে অক্টোবর) রাজধানীর একটি অভিজাত ক্লাবে জেসিআই ঢাকা ইয়াং-এর ২০২০ কার্যকরী বছরের জেনারেল এসেম্বলিতে এই নতুন কমিটি গঠিত হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট-নাজমুল হোসেন সবুজ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট -সানজিদা শারমিন, ভাইস প্রেসিডেন্ট-হুমায়রা নূর এবং এস এম মুক্তাদিরুল হক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সেক্রেটারি জেনারেল, আনিকা দাইয়ান, ট্রেজারার এম ডি রফিকুল ইসলাম রুম্মন, জেনারেল লিগ্যাল কাউন্সিল, রাবেয়া নাসির অভি, ডিরেক্টর, সামী মাহমুদ খান, আইপিএলপি, ইমতিয়াজ চৌধুরী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেসিআই বাংলাদেশের অন্যান্য শাখার সদস্যরা। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন।
জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। এটির ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারাবিশ্বে সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআই- এর ১৪টি লোকাল চ্যাপ্টার কাজ করছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.